spot_img

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬

অবশ্যই পরুন

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরে ডেঙ্গুতে প্রথম প্রাণহানি। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৫৬ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২১ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ১৩ জন, ঢাকা বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ৯ জন, খুলনা বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে একজন ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে মারা যান ৫৭৫ জন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যাই ছিল বেশি।

সর্বশেষ সংবাদ

মাস্ককে সমর্থন জানাতে টেসলার লাল গাড়ি কিনলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের প্রতি সমর্থন জানিয়ে মঙ্গলবার একটি চকচকে লাল (মডেল এক্স) গাড়ি...

এই বিভাগের অন্যান্য সংবাদ