spot_img

ইন্দোনেশিয়ান ও আল-আওদা হাসপাতাল খালি করার নির্দেশ ইসরায়েলের

অবশ্যই পরুন

গাজার গুরুত্বপূর্ণ ইন্দোনেশিয়ান ও আল-আওদা হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি হাসপাতাল থেকে কর্মী এবং রোগীদের তাৎক্ষণিকভাবে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনীর। জাতিসংঘ ইসরায়েলকে চিকিৎসা সুবিধার ওপর আক্রমণ বন্ধ করার জন্য অনুরোধ করেছে। সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে হামলার পূর্বে হাসপাতাল খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী।

স্থানীয় সময় শুক্রবার (৩ জানুয়ারি) ইসরায়েলি সৈন্যরা বেইত লাহিয়ার ইন্দোনেশিয়ান হাসপাতাল ঘিরে ফেলে যেখানে অনেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।

এদিকে, মধ্য গাজার দেইর এল-বালাহ’র জাবালিয়ায় আল-আওদা হাসপাতাল থেকে শরণার্থীদের আলাদাভাবে সরিয়ে নেয়ার নির্দেশ জারি করা হয়েছে।

গত সপ্তাহে কামাল আদওয়ান হাসপাতাল ধ্বংসসহ ইসরায়েলি বাহিনীর বারবার আক্রমণের ফলে গাজা উপত্যকায় স্বাস্থ্যসেবা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। এর আগে, ২০২৩ সালের অক্টোবর থেকে বারবার ইসরায়েলি হামলায় ইন্দোনেশিয়ান এবং আল-আওদা হাসপাতাল উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ সংবাদ

নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করবে ইউরোপীয় ইউনিয়ন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে জোটটির কূটনৈতিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ