উদ্বোধনের ১৩ মাস পর টোলের আওতায় আসলো চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্তে টোল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান।
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে নতুন এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয়। উদ্বোধনের পর এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
পরে উপদেষ্টা, মেয়র ও সিডিএ কর্মকর্তাদের গাড়ি বহর টোল দিয়ে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে। প্রথমবারের মতো এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে উচ্ছ্বসিত যাত্রী-চালকরা। তবে টোল ফি নিয়ে অভিযোগ করেন কেউ কেউ।