spot_img

অপরিবর্তিত এলপি গ্যাসের দাম

অবশ্যই পরুন

আবারও অপরিবর্তিত রইল ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ডিসেম্বরের মতো জানুয়ারি মাসেও দাম বাড়েনি এলপি গ্যাসের। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) জানুয়ারি মাসের এলপি গ্যাসের মূল্য ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, জানুয়ারি মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ কেজি সিলিন্ডার বিক্রি হবে এক হাজার ৪৫৫ টাকায়।

গত মাসেও ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেনি, বাড়েওনি। নভেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ছিল এক হাজার ৪৫৫ টাকা। সেই দাম অপরিবর্তিত রেখে মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

এর আগে, নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম অক্টোবর মাসের তুলনায় ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়। আর গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল দাম।

তবে গত জুন, মে ও এপ্রিলে কমানো হয়েছিল দাম। এছাড়া গত মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে এলপিজির দাম বাড়িয়েছিল বিইআরসি।

সর্বশেষ সংবাদ

মাস্ককে সমর্থন জানাতে টেসলার লাল গাড়ি কিনলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের প্রতি সমর্থন জানিয়ে মঙ্গলবার একটি চকচকে লাল (মডেল এক্স) গাড়ি...

এই বিভাগের অন্যান্য সংবাদ