ঘটনা গত অক্টোবরের। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে খবরে আসে, ব্যক্তিগত কারণে তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। সেসময় এ ঘটনা নিয়ে জলঘোলা হয় ভালোই। পরে জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে আপাতত নেতৃত্ব ছাড়ছেন না এই টপ অর্ডার ব্যাটার।
ফলে নভেম্বরের শুরুতে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দায়িত্বও দেওয়া হয় তাকে। তবে কুঁচকির চোটে সিরিজের শেষ ম্যাচ খেলা হয়নি শান্তর। যেতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ সফরেও। সেই সফরে টেস্ট এবং ওয়ানডে সিরিজে আপৎকালীন অধিনায়কের দায়িত্ব পালন করেন মিরাজ। আর টি২০ সিরিজে দায়িত্ব সামলান লিটন দাস।
তবে টেস্ট আর ওয়ানডে নিয়ে চিন্তা না থাকলেও নতুন টি২০ অধিনায়ক ঠিকই খুঁজতে হচ্ছে বিসিবিকে। কেননা এই ফরম্যাটে আর দলকে নেতৃত্ব দিতে চান না শান্ত। একটি সূত্রে জানা গেছে, বোর্ডকে শান্ত চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন এই সিদ্ধান্ত। আর বিসিবিও তার ইচ্ছায় সম্মতি জানিয়েছে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘শান্ত (নাজমুল) ফাইনালি বলে দিয়েছে সে আর টি২০ দলের অধিনায়কত্ব করবে না। আমরাও এটা মেনে নিয়েছি। তবে যেহেতু আপাতত আমাদের টি২০ খেলা নেই, হাতে সময় আছে, এখনই নতুন অধিনায়ক নিচ্ছি না। তবে যদি চোটের সমস্যা না থাকে, ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে। সেভাবেই কথা হয়েছে।’
টি২০ অধিনায়ক হিসেবে কারও নাম ঘোষণা না হলেও এ দৌড়ে সবচেয়ে এগিয়ে লিটন দাস। ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজলেও তার নেতৃত্বেই গত মাসে ক্যারিবিয়ান দ্বীপে ইতিহাস গড়ে বাংলাদেশ। এই ফরম্যাটের শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বিসিবির কাজটা সহজই করে রেখেছেন লিটন।