ব্রিসবেন ইন্টারন্যাশনালের দ্বৈতে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচ ও নিক কিরগিওস জুটি। বুধবার (১ জানুয়ারি) এই জুটিকে ৬-২, ৩-৬, ১০-৮ গেমে হারিয়ে পরের ধাপে পৌঁছে গেছেন নিকোলা মেকটিক-মাইকেল ভেনাস।
রেকর্ড ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ অবশ্য প্রতিযোগিতার এককের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেছেন। শেষ চারে ওঠার লড়াইয়ে সার্বিয়ান তারকা প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন ফ্রান্সের গায়েল মনফিলসকে।
জিতে উচ্ছ্বসিত মেকটিক। তিনি বলেন, অসাধারণ। অনেক খুশি ছিলাম যখন দেখেছিলাম জানুয়ারির প্রথমদিন তাদের সাথে খেলতে পারব। এভাবে বছর শুরু করতে পারাটা বেশ পছন্দ হয়েছে এবং আমরা জানতাম এমন খেলোয়াড়দের কাছ থেকে কীভাবে পয়েন্ট আদায় করতে হয়।
বছরে টেনিসের চারটি গ্র্যান্ড স্লামের মধ্যে প্রথমটি অস্ট্রেলিয়ান ওপেন। এবারেরটি ১১৩তম আসর। শুরু হবে জানুয়ারির ৭ তারিখে, চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। বছরের প্রথম গ্র্যান্ড স্লামের প্রস্তুতি মোটেও ভালো হল না মহাতারকা জোকোর।
উল্লেখ্য, দেড় বছর চোটের সঙ্গে লড়াইয়ের পর ব্রিসবেনে এককের লড়াই দিয়ে কোর্টে ফেরেন কিরগিওস। যেখানে গত রোববার ফ্রান্সের জিওভানি পেরিকার্দের বিপক্ষে হেরে যান তিনি।