ক্রিকেট অস্ট্রেলিয়া গতকাল ভারতকে মেলবোর্নে টেস্টে হারিয়ে রোমাঞ্চকর জয় পেয়েছে এবং এর পরই ঘোষণা করেছে বর্ষসেরা টেস্ট দল। তবে এই একাদশে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের। বরং ভারতের দুই তারকা ক্রিকেটার জায়গা পেয়েছেন এবং তাদের মধ্যে একজনকেই অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছে।
২০২৪ সালে ভারতীয় ওপেনার যশস্বী জসওয়াল অটোমেটিক চয়েজ হিসেবে এই দলে জায়গা পেয়েছেন। তিনি ১৬টি টেস্টে ২৯ ইনিংসে ১৪৭৮ রান করেছেন, যেখানে ৩টি সেঞ্চুরি এবং ৯টি হাফ সেঞ্চুরি ছিল। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল অপরাজিত ২১৪ রান।
এছাড়া, ভারতের পেসার জাসপ্রীত বুমরাহও বর্ষসেরা দলের সদস্য হিসেবে জায়গা পেয়েছেন। তিনি ২০২৪ সালে ৭১টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেট নেয়া বোলার ছিলেন। বুমরাহকে এই দলের অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছে, যদিও তিনি সারা বছরে একটি মাত্র টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন।
এছাড়া, ইংল্যান্ডের তিনটি ব্যাটার, নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র, শ্রীলঙ্কার অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস এবং অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি উইকেটকিপার হিসেবে ও জশ হ্যাজেলউড পেসার হিসেবে এই দলে জায়গা পেয়েছেন। সেরা একাদশে একমাত্র স্পিনার হিসেবে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ রয়েছেন। পাকিস্তান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটারের নাম এই দলে বিবেচিত হয়নি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট দল
যশস্বী জসওয়াল, বেন ডাকেট, জো রুট, রাচীন রবিন্দ্র, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ম্যাট হেনরি, জাসপ্রীত বুমরাহ (অধিনায়ক), জশ হ্যাজেলউড ও কেশব মহারাজ।