উদ্ধার করা হয়েছে কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার বনবিভাগের ১৮ শ্রমিককে। এ সময় দুজনকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার পশ্চিমের গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গতকাল গহীন পাহাড়ে ড্রোন দিয়ে খোঁজা হয় অপহৃতদের। এক পর্যায়ে ড্রোনের শব্দ শুনে তাদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা। সে সময় আটক করা হয় সন্দেহভাজন দুজনকে। অপহরণের মূলহোতাকে শনাক্তের দাবি এলিট বাহিনীর।
এর আগের দিন সোমবার সকালে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া পাহাড়ে বনবিভাগের জমিতে গাছের চারা রোপণ করতে গিয়ে বনকর্মীসহ ১৮ জন অপহরণের শিকার হন। রাতে অপহৃতদের পরিবারকে ফোন দিয়ে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, উদ্ধার হওয়াদের পাহাড় থেকে বের করা হচ্ছে। তাদের থানায় আনা হলে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। তবে সোমবার গভীর রাত এবং মঙ্গলবার ভোরে অপহৃত অপর নয়জনকে এখনও উদ্ধার করা যায়নি।