প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন– জাতির পক্ষ থেকে অনুভব করি যে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার আমাদের করতেই হবে। সোমবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শহীদ সেনা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ইউনূস বলেন, যত দ্রুত সম্ভব এ ঘটনার সকল তথ্য একত্রিত করতে হবে। সারাদেশের মানুষ এ হত্যাকাণ্ডের সাক্ষী। পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতেই হবে।
পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু পুনঃতদন্তের দাবি জানিয়ে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। এসময় ২৫ ফেব্রুয়ারিকে ‘শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করার দাবিও জানানো হয়।
প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপকালে শহীদ পরিবারের সদস্যরা তাদের দুঃখ-দুর্দশা এবং শেখ হাসিনা সরকার কীভাবে তাদের ওপর মানসিক নিপীড়ন ও হয়রানি করেছে, সেগুলোর বর্ণনা দেন।
তারা জানান, বিচারের দাবি জানাতে গেলে তাদের ওপর অমানুষিক নিপীড়ন করা হয়েছে। সত্য বলা থেকে বিরত রাখতে চালানো হয়েছে অত্যাচার।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ‘বিডিআর বিদ্রোহ’র সময় সংঘটিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে সাত সদস্যের স্বাধীন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। গত ২৩ ডিসেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।