spot_img

সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৮ এসআইকে শোকজ

অবশ্যই পরুন

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট উপপরিদর্শক ব্যাচের আরও ৮ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রশিক্ষণ মাঠে উচ্চস্বরে হইচই করা ও দৌড়ানোর বদলে হাঁটা।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের হাতে চিঠি ধরিয়ে দেয়া হয়। তাদের আগামী তিন দিবসের মধ্যে শোকজের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেয়া হবে বলেও জানানো হয়।

সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার পক্ষে নোটিশে স্বাক্ষর করেন একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) মো. তানভীর সালেহীন ইমন। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলেও একাডেমির অধ্যক্ষ ফোন ধরেননি।

উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের এক বছর মেয়াদি প্রশিক্ষণ শুরু হয়। মোট প্রশিক্ষণার্থী ছিলেন ৮২৩ জন। এবছরের ৪ নভেম্বর তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখনও প্রশিক্ষণ সমাপনী কুচাকাওয়াজের আয়োজন করা হয়নি। গত ২৬ নভেম্বর এসআইদের সমাপনী কুচকাওয়াজের জন্য দিন ঠিক করা হলেও পরে স্থগিত করে দেয়া হয়।

সম্প্রতি তিন দফায় মোট ৩১৩ জন প্রশিক্ষণার্থী এসআইয়ের কাছে ব্যাখ্যা তলবের পর তাদের অব্যাহতি দেয়া হয়েছে। এরমধ্যে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন ও ১৮ নভেম্বর ৩ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেয়া হয়। তাদের বিরুদ্ধে নাশতা, না খেয়ে মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয়। কৈফিয়ত তলবের পর ‘সন্তোষজনক জবাব দিতে না পারার’ কারণ দেখিয়ে তাদের অব্যাহতি দেয়া হয়।

সর্বশেষ সংবাদ

ইসরাইলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপ-প্রধান নিহত

ইসরাইলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপ-প্রধান নিহত হয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে তারা নিহত হন। হামাস নিয়ন্ত্রিত গাজার...

এই বিভাগের অন্যান্য সংবাদ