spot_img

মির্জাপুরে হিন্দু সেজে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ১০

অবশ্যই পরুন

টাঙ্গাইলের মির্জাপুর থেকে হিন্দু সেজে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আটজন নারী।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে মির্জাপুর উপজেলার সোহাগপাড়া এলাকা থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএমএস দোহা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি হাইয়েস মাইক্রোবাস, গ্রিল কাটারসহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার তাসলিমা (৩২), আসমা বেগম (৩০), আলেয়া (৩৭), তাসলিমা (৩২), সোনিয়া আক্তার (২১), রাফিয়া আক্তার (২৬) ও সুরাত মিয়ার (৩৮) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে।

এছাড়া, আকলিমা বেগম (৪০) একই উপজেলার সরাইল, জুলেখা বেগম (৩১) হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ও সেলিম সরকার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল টেকিপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, নারী ডাকাতরা মাথায় সিঁদুর, কপালে তিলক এবং হাতে শাঁখা-পলা পরে হিন্দু ধর্মের অনুসারী সেজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে ডাকাতি ও অন্যান্য অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, আগে থেকেই তথ্য সংগ্রহ করে পরিকল্পিতভাবে ডাকাতি করত। নিজেদের পরিচয় গোপন রাখতে বিভিন্ন ধর্মের অনুসারীর মতো পোশাক পরত।”

তিনি আরও জানান, “এই দলের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

এ ঘটনায় মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বাদী হয়ে ডাকাতি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশের মতে, গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা গাজীপুরের সালনা থেকে মির্জাপুরে ডাকাতির উদ্দেশ্যে এসেছিল। তদন্তের মাধ্যমে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ

ফের অস্ত্রোপচার নেতানিয়াহুর, পেছালো দুর্নীতি মামলার শুনানি

শারীরিক অসুস্থতার কারণে পেছানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ওঠা দুর্নীতি মামলার শুনানি। রোববার (২৯ ডিসেম্বর) অস্ত্রোপচারের মাধ্যমে...

এই বিভাগের অন্যান্য সংবাদ