spot_img

ইপসউইচ টাউনকে ১–০ গোলে হারিয়েছে আর্সেনাল

অবশ্যই পরুন

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে হেরেছে ইপসউইচ টাউন। ঘরের মাঠে কাই হাভার্টজের একমাত্র গোলে জয় নিশ্চিত করে গানার’রা।

এমিরেটস স্টেডিয়ামে খেলার শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে আর্সেনাল। বারবার আক্রমণে উঠে সফরকারীদের রক্ষণ ভাঙার চেষ্টা চালায় তারা। ২৩ মিনিটে ভাঙে ডেডলক। লিয়ান্দ্রো ট্রোসার্ডের ক্রস থেকে বক্সের ভেতরে থাকা কাই হাভার্টজ আলতো টোকায় গোল করেন।

লিড নেয়ার পর আর্সেনাল আক্রমণের ধার আরও বাড়ায়। তবে আর কোনো গোলের দেখা পায়নি গানাররা। শেষ পর্যন্ত হাভার্টজের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই জয়ে চেলসিকে পেছনে ফেলে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল।

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিএনপি বৃহৎ জোট গঠন করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ