spot_img

আয়োজকদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনলেন হানিয়া আমির

অবশ্যই পরুন

হানিয়া আমির পাকিস্তানি অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী। তিনি চলচ্চিত্র ও টিভিনাটকে অভিনয় করে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বেশকিছু জনপ্রিয় পাকিস্তানি নাটকে অভিনয় করে সবার নজর কেড়েছেন তিনি। বাংলাদেশের অনেক দর্শক পাকিস্তানি নাটক দেখেন কেবল এই অভিনেত্রীর জন্যই। প্রায় সময় পাকিস্তানের বাইরেও বিভিন্ন শোতে হাজির হন এই অভিনেত্রী। এবার অভিযোগ আনলেন হানিয়া।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, হানিয়া আমির সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডালাসের একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন। যেখানে ভক্তদের সঙ্গে সাক্ষাতের কথা ছিল তার। কিন্তু হঠাৎ হানিয়া সেই অনুষ্ঠান মঞ্চ ছাড়তে বাধ্য হন। অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তোলেন হানিয়া। ম্যানেজার এবং তাকে গালাগালি দেয়া হয়েছে বলেও অভিযোগ অভিনেত্রীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হানিয়া লিখেছেন, এটা সকলেরই জানা আমি আমার ভক্তদের ভালোবাসি এবং সম্মান করি। ডালাস ইভেন্টে যারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তাদের কাছে ক্ষমাপ্রার্থী এভাবে হঠাৎ সবকিছু বন্ধ করার জন্য।

সেদিনের ঘটনা ব্যাখ্যা করে অভিনেত্রী জানান, ভিড়ের মধ্যেও সবাই তার ছবি তুলছিলেন এবং ভিডিয়ো করছিলেন। সেই সময় তিনি শুনতে পান অনুষ্ঠানের একজন কর্মকর্তা তার ম্যানেজারকে গালাগাল করছেন। কী কারণে এমন দুর্ব্যবহার? সেটা জানতে ছুটে গিয়েছিলেন হানিয়া। তার বারবারই মনে হয়েছিল এই ব্যবহার কখনোই কারও সঙ্গে করা উচিত নয়। তাই মন খারাপ করে অভিনেত্রী ব্যাকস্টেজে চলে গিয়েছিলেন।

এরপরই আয়োজকরা সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ করেন অভিনেত্রী। কিছুক্ষণ অপেক্ষার পর ব্যাকস্টেজেই ভক্তদের সঙ্গে ছবি তুলেন তিনি। ধীরে ধীরে তাকে একঝলক দেখতে ছুটে আসেন ভক্তরা। যা দেখে চটে যান ওই আয়োজক। অভিনেত্রীর নাম ধরে ডাকতে থাকেন। একটা সময় চিৎকার শুরু করেন। তাদের বেরিয়ে যেতে বলেন বলেও অভিযোগ। সরাসরি আক্রমণ করেন অভিনেত্রীকে।

সর্বশেষ সংবাদ

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিশনকে অবশ্যই সফল হতে হবে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ