spot_img

ইয়েমেনের ভূখণ্ডে ইসরায়েলের হামলা, নিহত ৬

অবশ্যই পরুন

আবারও ইয়েমেনি ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানী সানাসহ বেশ কয়েকটি এলাকায় হুতিদের স্থাপনা লক্ষ্য করে চালানো হয় হামলা।

হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম আল মাসিরাহ জানিয়েছে, এ ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ ইয়েমেনি নাগরিকের। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সানা আন্তর্জাতিক বিমানবন্দর ও হোদেইদা বিদ্যুৎ কেন্দ্র। বিধ্বস্ত হয়েছে ইয়েমেনের পশ্চিম উপকূলীয় অঞ্চলের বন্দরনগরী হোদেইদা, সালিফ ও রাস কানাতিব-এ অবস্থিত বেশ কয়েকটি হুতি সামরিক অবকাঠামোও।

এর আগে, গত সপ্তাহে গাজায় ‘হত্যাযজ্ঞের’ প্রতিক্রিয়ায় ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে ইয়েমেনের হুতিরা। তেল আবিবের একটি পার্কে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্তত ১২ জন ইসরায়েলি আহত হন।

সর্বশেষ সংবাদ

অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশ পরিচালনার দায়িত্বে থাকতে পারে না: মির্জা ফখরুল

সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এজন্য নির্বাচন থেমে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

এই বিভাগের অন্যান্য সংবাদ