spot_img

সচিবালয়ে আগুন: উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, ৩ দিনের মধ্যে রিপোর্ট দেবে কমিটি

অবশ্যই পরুন

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জরুরি বৈঠক করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে দুইজন উপদেষ্টা বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ও উৎস জানতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এই কমিটিতে সভাপতি হিসেবে থাকবেন। ফায়ার ফাইটার নয়নের জন্য উপদেষ্টা পরিষদে শোক প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আগুনে পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথির ডিজিটাল রেকর্ড থাকায় তা পুনরুদ্ধার করা সম্ভব। তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের রেকর্ড অ্যানালগ ছিল। মন্ত্রণালয়ের কার্যক্রম চলমান রাখতে সরকারের অন্যান্য দফতরে স্থানান্তর করে অস্থায়ীভাবে কাজ চালানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

এ সময় অগ্নিকাণ্ড নিয়ে নিজের দেয়া ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব গ্রহণের পর পিরোজপুর জেলায় প্রকল্প বরাদ্দের অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছিলাম। এতে সাবেক মুখ্য সচিবের সংশ্লিষ্টতার প্রমাণও পাওয়া গিয়েছিল। পুনরুদ্ধার করে এ নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারব।

সর্বশেষ সংবাদ

নতুন এইচএমপি ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা জারি

বাংলাদেশে এক রোগীর শরীরে এইচএমপি ভাইরাস শনাক্ত হওয়ার খবর দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ