spot_img

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের জন্য চেষ্টা করছে: রিজভী

অবশ্যই পরুন

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, গোয়ান্দা সংস্থার লোকেরা বিভিন্ন এলাকায় গিয়ে জনগণকে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে সমর্থন দেয়ার কথা বলছেন। রাষ্ট্রীয় গোয়ান্দা সংস্থাগুলো যদি আগের মতো কে কোন দল করবে তা ঠিক করে দেয়, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কোনো মূল্য থাকলো না। শেখ হাসিনাও ঠিক একই কাজ করেছিলেন।

ভারতের দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, গণতান্ত্রিক দেশ হয়েও তারা শেখ হাসিনাকে স্বীকৃতি ও আশ্রয় দিয়েছে। এর মাধ্যমে বুঝা যায় তারা শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে ঔপনিবেশিক করার চেষ্টা করেছিল। এ সময় ভারতীয় মিডিয়া পরিকল্পিতভাবে বাংলাদেশের নামে মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ

আলিয়াকে নকল, সমালোচনায় দীপিকা!

সম্প্রতি বাবা-মা হয়েছেন বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। গতকাল ছিল বড়দিন। বিশেষ এই দিনে ক্রিসমাস পার্টির...

এই বিভাগের অন্যান্য সংবাদ