বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সদা হাসিখুশি প্রাণোচ্ছ্বল এই অভিনেতা। নিজের ছবির সহ-অভিনেত্রীদের সঙ্গে হাসিঠাট্টা হামেশাই করেন তিনি। কিন্তু কোথায় থামতে হবে সেটাই বোঝান না অভিনেতা। তাঁর আচরণে নাকি অপ্রস্তুত হয়ে পড়েন নায়িকারা। আলিয়া ভাট থেকে কিয়ারা আদবাণী-সহ অনেকেই নাকি বরুণের মাত্রাছাড়া রসিকতার শিকার! এবার এসবের উত্তর দিলেন অভিনেতা নিজেই।
বিতর্কের সূত্রপাত একটি ভিডিও থেকে। ‘যুগ যুগ জিও’ নামক একটি ছবিতে একসঙ্গে কাজ করেন কিয়ারা ও বরুণ। সেই ছবির একটি প্রচারমূলক ভিডিও’য় কিয়ারার সঙ্গে পোজ করতে করতেই তাঁর গালে চুম্বন করে বসেন বরুণ। ভিডিওটি কিয়ারা নিজের সামাজিক মাধ্যমের পাতায় পোস্টও করেন। সেখানেই অভিনেত্রীর চোখেমুখে নাকি অস্বস্তির ছাপ খুঁজে পান নেটাগরিকেরা। সেই সময় অনেকেই দাবি করেন, বরুণ একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন।
এই প্রসঙ্গে বরুণ বলেন, ‘‘আসলে পুরোটাই পূর্বপরিকল্পিত ছিল। কিয়ারা এতটাই ভাল অভিনেত্রী… ওর অভিব্যক্তি এমন ছিল যে, কারও মনেই হয়নি এটা পূর্বপরিকল্পিত।’’
তবে বেশ কয়েক বছর আগে আলিয়ার সঙ্গে বরুণ এমন এক ঘটনা ঘটান। যেখানে বরুণ আচমকাই আলিয়ার কোমর জড়িয়ে ধরেন। তখনও নেটাগরিকদের একাংশ দাবি করেন, আলিয়া বরুণের এই কাণ্ডে অপ্রস্তুত হয়ে পড়েন। ঘটনাটি ‘হাম্পি শর্মা কি দুলাহনিয়া’ ছবি সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে। এই ঘটনাকে বরুণ অবশ্য ‘পূর্বপরিকল্পিত’ বলেননি।
অভিনেতা জানান, এমনটা তিনি আচমকাই করেছিলেন, কারণ আলিয়া তাঁর বন্ধু। তিনি বন্ধুদের সঙ্গে এমন ঠাট্টা করেই থাকেন, তবে কখনও কোনও সহ অভিনেত্রীর সঙ্গে সে অর্থে অশালীন আচরণ করেননি।