spot_img

৩ ঘণ্টারও বেশি সময় ধরে আল্লু অর্জুনকে জিজ্ঞাসাবাদ

অবশ্যই পরুন

পুষ্পা-২ সিনেমার প্রদর্শনীতে ভিড়ের চাপে এক নারীর মৃত্যুর ঘটনায় জনপ্রিয় তেলেগু অভিনেতা আল্লু অর্জুনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর পর্যন্ত তিন ঘণ্টার বেশি সময় ধরে চিক্কাডপল্লী থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিন সকাল ১১টার কিছু পরে বাবা আল্লু অরবিন্দ এবং আইনজীবীদের সঙ্গে থানায় পৌঁছান আল্লু অর্জুন। এরপর দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত সেন্ট্রাল জোনের ডিসিপি অক্ষংশ যাদবের নেতৃত্বে পুলিশ টিম তাকে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদ শেষে আইকন স্টার খ্যাত এই তারকার আইনজীবী অশোক রেড্ডি জানান, ‘তিনি পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। পুলিশ জানিয়েছে, প্রয়োজনে তাকে আবার ডাকা হতে পারে। তবে তারা অত্যন্ত শালীনভাবে আচরণ করেছেন এবং জিজ্ঞাসাবাদের পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ছিল।’

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা-২’ সিনেমার বিশেষ প্রদর্শনীর সময় ভিড়ের চাপে একজন নারীর মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিনেমার সঙ্গে সংশ্লিষ্টদের বক্তব্য রেকর্ড করছে।

সর্বশেষ সংবাদ

দ্বিকক্ষ সংসদ নিয়ে ঐক্যমত্য আসেনি, কমিশন সবার মতামত নিয়ে সিদ্ধান্ত জানাবে: সালাহউদ্দিন

বিএনপি কোনোভাবেই সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না বলে ফের স্পষ্ট করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।...

এই বিভাগের অন্যান্য সংবাদ