spot_img

এনসিএল জিতে যত টাকা পেলো রংপুর

অবশ্যই পরুন

এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। লো স্কোরিং ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে দলটি। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে ট্রফির পাশাপাশি বড় অঙ্কের অর্থ পুরস্কার পেয়েছে দলটি।

এনসিএলের শিরোপা জিতে ২০ লাখ টাকার অর্থ পুরস্কার পেয়েছে রংপুর। আর রানারআপ ঢাকা মেট্রো পেয়েছে ১০ লাখ টাকা।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং ব্যাটিং-বোলিংয়ে আধিপত্য দেখিয়েও অর্থপুরস্কার পেয়েছেন ক্রিকেটাররা। টুর্নামেন্ট সেরা হয়ে ১ লাখ টাকা পুরস্কার পেয়েছেন ঢাকা মেট্রোর আবু হায়দার রনি। ১০ ম্যাচে ১২৩ রান করার পাশাপাশি ১৩টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

সেরা রানসংগ্রাহকের পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা পেয়েছেন নাঈম শেখ। মেট্রোর অধিনায়ক ১০ ম্যাচে ৩১.৬০ গড় এবং ১৩৫.০৭ স্ট্রাইকরেটে টুর্নামেন্ট সর্বোচ্চ ৩১৬ রান করেছেন। বল হাতে ৯ ম্যাচে ১৯ উইকেট শিকার করে সেরা বোলারের পুরস্কার জিতেছেন রংপুরের আলাউদ্দিন বাবু। তিনিও পেয়েছেন ৫০ হাজার টাকা।

ফাইনাল ম্যাচে ১২ রানে দিয়ে ৩ উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ফাইনাল সেরা পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ

পাকিস্তান সুপার লিগের ড্রাফটে বাংলাদেশি তারকা

বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম লিখিয়েছেন। পিএসএলের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এমনটা নিশ্চিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ