spot_img

ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের শঙ্কা উড়িয়ে দিলো পাকিস্তান

অবশ্যই পরুন

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ওয়াশিংটনের একজন সিনিয়র কর্মকর্তার এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছে ইসলামাবাদের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার (২১ ডিসেম্বর) তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এমন আশঙ্কা ভিত্তিহীন এবং কোনো যৌক্তিকতা নেই। খবর রয়টার্স

সম্প্রতি চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপ-উপদেষ্টা জন ফিনার পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নকে ওয়াশিংটনের জন্য ‘উদীয়মান হুমকি’ বলে মন্তব্য করেন।

ফিনারের মন্তব্যবের একদিন পরেই যুক্তরাষ্ট্র পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। ২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র তার সৈন্য প্রত্যাহারের পর ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পতনের দিতে নামতে থাকে।

ফিনারের মন্তব্যবের প্রতিবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের হুমকির অভিযোগ সম্পূর্ণ অপ্রত্যাশিত। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং যুক্তিহীন ও ইতিহাসবোধ শূন্য।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, তাদের কৌশলগত সক্ষমতা শুধুমাত্র পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য এবং এটি কোনো অন্য দেশের জন্য হুমকি হিসেবে দেখা উচিত নয়।

এতে আরও উল্লেখ করা হয়েছে, সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাস রয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ সকল বিষয়ে গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক সব সময়ই উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। বিশেষ করে ৯/১১ তে আল কায়েদার হামলার পর দুই দেশের সম্পর্ক স্নায়ু যুদ্ধের মধ্যে চলে যায়।

সর্বশেষ সংবাদ

নতুন এইচএমপি ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা জারি

বাংলাদেশে এক রোগীর শরীরে এইচএমপি ভাইরাস শনাক্ত হওয়ার খবর দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ