spot_img

না ফেরার দেশে রে মিস্টেরিও সিনিয়র

অবশ্যই পরুন

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউ ডব্লিউ ই) দেখেছেন অথচ রে মিস্টেরিও সিনিয়রকে চেনেন না এমন লোক হয়তো খুব কমই দেখা যাবে। মেক্সিকান কুস্তিগীর রে মিস্টেরিও সিনিয়র অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার পরিবার রে মিস্টেরিও সিনিয়রের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

১৯৭৬ সালে পেশাদার কুস্তিগীরের তকমা পাওয়া মিস্টেরিও সিনিয়র রেসলিংয়ে সক্রিয় ছিলেন ২০০৯ সাল পর্যন্ত। তিনি ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। রেসলিং জগতে তিনি পরিচিত ছিলেন রে মিস্টেরিও সিনিয়র নামে।

কিন্তু, ঠিক কী কারণে তিনি মারা গিয়েছেন সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানতে পারা যায়নি। এক সপ্তাহ আগেই তার ভাই রবার্ট গুতিয়েরেজ মারা গিয়েছিলেন।

১৯৭৬ সালে রেসলিংয়ে পেশাদার কেরিয়ার শুরু করেন রে মিস্টেরিও সিনিয়র। এই খেলায় প্রায় তিন দশক তিনি রাজত্ব করেছিলেন। একাধিক খেতাব জয় করেছিলেন তিনি। সবথেকে বড় কথা, নিজের ভাইপোকে এই খেলায় তিনি নিয়ে এসেছিলেন। প্রসঙ্গত, রে মিস্টেরিও জুনিয়র ইতোমধ্যে ডব্লিউ ডব্লিউ ই দুনিয়ার অন্যতম একজন সেরা হয়ে উঠেছেন।

রে মিস্টেরিও সিনিয়রের দৈহিক উচ্চতা খুব বেশি ছিলো না কিন্তু, তিনি ‘দ্য গ্রেট খলি’ এবং ‘জন সিনা’র মতো প্রখ্যাত কুস্তিগীরদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছিলেন। তার লড়াই করার টেকনিক বেশ আলাদা ছিলো। (সূত্র: দ্য মিরর, ফক্স ১৩)

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ