spot_img

মেট্রো যাত্রীদের জন্য আকর্ষণীয় অফার ঘোষণা

অবশ্যই পরুন

মেট্রোরেলের যাত্রীদের জন্য আকর্ষণীয় অফার ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, ‘মেট্রো রেলের যাত্রীদের জন্য সুসংবাদ। আজ থেকে মেট্রো রেল স্টেশনগুলোতে চাহিদামতো সিঙ্গেল জার্নি (একক যাত্রা) টিকিট বিক্রয় করা হচ্ছে।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠানটি বলেছে, র‍্যাপিড পাসও বিক্রয় এবং রিচার্জ করা হচ্ছে। স্থায়ী কার্ড-এমআরটি পাসও রিচার্জ করা হচ্ছে।

এই পোস্টে ডিএমটিসিএল পরিবারের পক্ষ থেকে সবার সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এর আগে গেলো কয়েকদিন মেট্রোরেলে চলাচলের যাত্রী টিকিটের সংকট দেখা দেয়। একক যাত্রার কার্ড না থাকায় অনেক স্টেশন থেকে যাত্রীদের ফিরে যেতে হয়েছে।

সেসময় সরবরাহ না থাকার কারণে স্থায়ী কার্ড বা এমআরটি পাস বিক্রি বন্ধ রাখা হয়েছিলো।

সর্বশেষ সংবাদ

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের আহ্বান বিএনপি নেতা নজরুলের

সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এজন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু...

এই বিভাগের অন্যান্য সংবাদ