spot_img

‘অপমানে’ অশ্বিন অবসর নিয়েছেন, বিস্ফোরক মন্তব্য বাবা রবিচন্দ্রনের

অবশ্যই পরুন

ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট চলাকালীন আচমকা অবসরের ঘোষণা দেন ভারতীয় অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। এমন সিদ্ধান্তে অবাক হয়েছে তার পরিবারও। এ নিয়ে অশ্বিনের বাবা রবিচন্দ্রন করলেন বিস্ফোরক মন্তব্য। তার দাবি অপমানিত হয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অশ্বিন।

অশ্বিনের বাবা বলেন, ওর ঘোষণার ঠিক আগেই আমরা এটি জানতে পারি। অবসর নেয়ার সম্পূর্ণ সিদ্ধান্ত অশ্বিনের। কিন্তু আমার মনে হয়েছে, হঠাৎ করে এই সিদ্ধান্ত নেয়ার নেপথ্যে অনেক কারণ আছে। হতে পারে অপমানিত হয়েই এই সিদ্ধান্ত ও নিয়েছে।

অশ্বিন দলে খুব একটা সুযোগ পাচ্ছেন না বলে অভিযোগ তার বাবার। অস্ট্রেলিয়া সফরে কেবল অ্যাডিলেডেই খেলেছেন তিনি। নিয়মিত পারফর্ম করার পরও দলে জায়গা মেলে না। তাই তিনি অপমানিত দাবি তার বাবার। এছাড়া দলে অনিশ্চয়তার জায়গা থেকেই এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে দাবি রবিচন্দ্রনের।

তিনি বলেন, ১৪-১৫ বছর ধরে অশ্বিন খেলছে। হঠাৎ করে ওর অবসরের সিদ্ধান্তে আমরা তো অবাক হবোই। সকলেই আবেগপ্রবণ হয়ে পড়েছিল। সেইসাথে আমাদের মনে হয়েছে, নিশ্চয়ই অনেক ভেবে অশ্বিন এই সিদ্ধান্ত নিয়েছে। কতদিন আর এই অপমান সহ্য করা যায়?

বাবা রবিচন্দ্রনের মন্তব্যের সূত্র ধরে এরই মধ্যে তৈরি হয়েছে বিতর্ক। তবে নতুন করে তা আর বাড়তে না দিয়ে বিতর্ক কমাতে মাঠে নেমেছেন অশ্বিন।

রবিচন্দ্রন অশ্বিন বলেন, আমার বাবা জানে না সংবাদমাধ্যমের সঙ্গে কীভাবে কথা বলতে হয়। আমি ভাবতে পারিনি আপনারা এই বিষয়ে আমার বাবার সঙ্গে কথা বলে ফেলবেন। সকলকে অনুরোধ করছি বাবাকে ক্ষমা করে দিন। তাকে একা থাকতে দিন।

অবসরের সিদ্ধান্তের পর দেশে ফিরে এসেছেন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

সর্বশেষ সংবাদ

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিশনকে অবশ্যই সফল হতে হবে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ