spot_img

গাজায় নিধনযজ্ঞ ও গণহত্যা চালিয়েছে ইসরাইল : এইচআরডব্লিউ

অবশ্যই পরুন

গাজায় নিধনযজ্ঞ ও গণহত্যা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

সংস্থাটি বিবৃতিতে বলেছে, ইসরাইল গাজাবাসীর জীবন অতিষ্ঠ করে তুলেছে। এর মধ্য দিয়ে গাজায় নিদারুণ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা। সেখানে তারা এত অধিক পরিমাণ মানুষকে হত্যা করছে, যা গণহত্যার পর্যায়ে পড়ে। এটি স্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন।

গাজার চলমান যুদ্ধ গত বছরের ৭ অক্টোবর শুরু হয়। এরপর থেকে অব্যাহতভাবে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরাইল। তারা সেখানে এত নৃশংসতা প্রদর্শন করেছে যে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।

আইসিসি ওই গ্রেফতারি পরোয়ানা জারি করার কয়েক দিন আগে ১৪ নভেম্বর জাতিসঙ্ঘের একটি বিশেষ কমিটির প্রতিবেদনে উঠে এসেছে যে ইসরাইল গাজায় অনাহার ও এমন কিছু নীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যাতে গণহত্যার আশঙ্কা প্রবল হয়ে ওঠেছে।

সূত্র : মিডল ইস্ট আই

সর্বশেষ সংবাদ

শুনানি চলাকালে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী

মিরপুর থানার দুটি পৃথক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ