মা হলেন ওপার বাংলার পরিচিত মুখ অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। বুধবার (১৮ ডিসেম্বর) ছেলে সন্তানের মা হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন এ সুখবর।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে এ অভিনেত্রী লেখেন, ‘সবার সঙ্গে খুশির খবর ভাগ করে নিতে পেরে ভালো লাগছে। ১৮ ডিসেম্বর আমাদের পুত্রসন্তান হয়েছে।’
এছাড়া একটি ডিজিটাল কার্ড পোস্ট করেছেন দেবলীনা। সেখানে বেবি কটের ছবিতে তিনটি হাত দেখা যাচ্ছে। আর ক্যাপশনে লেখা, ‘আমাদের ছোট্ট বেবি বয় অ্যাঞ্জেল হ্যালো বলছে এই বিশ্বকে।’ আর তার এই পোস্টে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় ভরিয়ে দিচ্ছেন ইন্ডাস্ট্রির সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বরে জিম ট্রেনার শানওয়াজ শেখকে বিয়ে করেন অভিনেত্রী দেবলীনা। এ নিয়ে তখন বিতর্কের কমতি ছিল না। সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাকে। এমনকি দু’জন দুই ধর্মের হওয়ায় এ নিয়েও কথা শুনতে হয়েছিল।
এরইমধ্যে চলতি বছরের ১৫ আগস্ট সবাইকে সন্তান হতে যাওয়ার সুখবর জানান দেবলীনা। আর এর ঠিক চার মাস পরই পুত্রসন্তান আগমনের খবর জানালেন এ টালিউড তারকা।