spot_img

স্পেনে গুগল ম্যাপের স্ট্রিট ভিউয়ের কল্যাণে আসামি খুঁজে পেল পুলিশ

অবশ্যই পরুন

গুগল ম্যাপের একটি ফিচার হলো স্ট্রিট ভিউ যা দিয়ে কোনো এলাকার রাস্তায় অনেকটা ভার্চুয়াল ভ্রমণ করতে পারা যায়। রাস্তা একেবারে দৃশ্যমান হয় এই অপশনে। এবার এই ফিচারের বদৌলতে কোনো গন্তব্যের নয়, বরং খুনের কিনারা পাওয়া গেল। খবর, সিএনএন’র।

বুধবার (১৯ ডিসেম্বর) স্পেনের উত্তরাঞ্চলীয় নগর তাজুয়েকোতে পুলিশ একটি নিখোঁজ মামলার রহস্য উদঘাটনে হঠাৎ একটি সূত্র খুঁজে পায়। গত বছর থানায় একজন একটি সাধারণ ডায়েরী লেখান। ডায়েরীর বিষয়টা ছিল তার এক আত্মীয় নিখোঁজ হবার ব্যাপারে।

তদন্তকারীরা ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছিলেন। শুরুর দিকে কোনও তথ্য না পেলেও, আচমকা গুগল ম্যাপের মাধ্যমে একটি ছবি থেকে তারা খুনের কিনারা করেন।

স্ট্রিট ভিউয়ে একটি গাড়ির ট্রাঙ্কে দৃশ্যত একটি বড় বস্তু লোড করার ছবি দেখার পরে তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কিছু একটা আন্দাজ করেন। এরপর সেই গাড়ির বদৌলতেই দুজনকে গ্রেফতার করা হয়।

বুধবার পুলিশ এক বিবৃতিতে জানায়, এ ব্যক্তির নিখোঁজ হওয়া ও মৃত্যুর ঘটনায় একজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়েছে। যে দুজনকে সন্দেহভাজনদের তালিকায় রাখা হয়েছিল এটি তাদেরই ব্যবহৃত গাড়ি যা গুগল স্ট্রিট ভিউয়ে দেখা গিয়েছিল।

সর্বশেষ সংবাদ

ভারত–পাকিস্তান ম্যাচের ভেন্যু জটিলতার যে সমাধান দিলেন শেহজাদ

রাজনৈতিক বৈরিতার জের ধরে লম্বা সময় ধরেই দ্বিপক্ষীয় সিরিজ খেলে ভারত-পাকিস্তান। দুই দেশের দেখাই হয় শুধুমাত্র এসিসি এবং আইসিসি...

এই বিভাগের অন্যান্য সংবাদ