spot_img

সারা দেশে আরও শীত বাড়বে

অবশ্যই পরুন

পৌষ মাসের শীতল পরিবেশে কুয়াশার দৃশ্য দেখা গেলেও আবহাওয়া অধিদপ্তর দেশের সাত বিভাগের জন্য বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগামী শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টি পরবর্তী দুই-তিন দিনে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে, যার প্রভাবেই ২০ ডিসেম্বর (শুক্রবার) থেকে ২২ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া, ২৪ ডিসেম্বরও কিছুটা বৃষ্টি হতে পারে, তবে আকাশ মেঘলা থাকবে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, আগামী শুক্রবার থেকে সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত দেশের সাত বিভাগের মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও মাঝারি (১১-২২ মিলিমিটার) থেকে ভারি (৪৪-৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে। তবে, বৃষ্টির তীব্রতা দক্ষিণাঞ্চলে বেশি থাকতে পারে।

এই আবহাওয়াবিদ আরও বলেন, বৃষ্টিপাতের কারণে সূর্যের আলোর প্রাপ্যতা কমে গিয়ে দিনের তাপমাত্রা হ্রাস পাবে, ফলে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে। তবে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। বৃষ্টির পর, ২৭ ডিসেম্বর থেকে তাপমাত্রা আবারও কমে শীতের তীব্রতা বাড়তে পারে। তখন দেশের কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ