spot_img

বিশ্বকাপে মদের নিষেধাজ্ঞা শিথিল করবে না সৌদি আরব

অবশ্যই পরুন

বিশ্বকাপের সময় মদের ওপর বিধিনিষেধ শিথিল করা হবে না বলে জানিয়ে দিয়েছে সৌদি আরব। গত ফুটবল বিশ্বকাপ হয়েছিল কাতারে। সেখানে আবগারি আইন শিথিল করা হয়েছিল। প্রতিযোগিতা শুরুর দু’দিন আগে কাতারের রাজ পরিবার জানিয়েছিল কিছু কিছু জায়গায় মদ পাওয়া যাবে। বিদেশী পর্যটকেরা সেখান থেকে মদ কিনতে পারবে। কিন্তু সৌদি আরব তেমনটা করতে রাজি নয়। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে তারা।

সৌদি আরবে ১৯৫২ সাল থেকে মদ নিষিদ্ধ। বিদেশীরাও সেখানে মদ কিনতে বা খেতে পারেন না। নিয়ম অমান্য করলে জরিমানা হয়, জেলও হতে পারে। আগে বেত মারা হতো। এখন তা হয় না। তার বদলে জেলে ঢোকানো হয়। এ কারণে আরবে ফুটবল বিশ্বকাপ হবে শুনে আশঙ্কা তৈরি হয় আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর সমর্থকদের। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘সৌদি আরব আবগারি আইন শিথিল করবে না। ফিফাও তাদের কোনো রকম আবেদন করবে না বলেই জানা গেছে। ম্যাচের মাঝে বিয়ার বিক্রি করা হবে না বলেই জানা গিয়েছে।’

সৌদি আরবে কোনো বড় হোটেলেও মদ বিক্রি করা হয় না। এই বছর জানুয়ারিতে একটি মদের দোকান খুলেছে। সেখানে অমুসলিম মানুষেরা মদ কিনতে পারেন। তবে নির্দিষ্ট মাপের বেশি মদ কেনা যায় না সেখানে। ওই দোকানের কাছাকাছি থাকা মানুষেরা বলেন, ‘“দেশ যে এই ধরনের কাজ করতে অনুমতি দিচ্ছে, সেটা খুবই ভয়ের।’

সৌদি আরবে ফুটবল বিশ্বকাপ হবে ১০ বছর পর। তখন নিয়ম বদলাবে কি না তা বলা মুশকিল। কাতারে যেমন বিশ্বকাপ শুরুর দু’দিন আগে আবগারি আইন শিথিল করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী...

এই বিভাগের অন্যান্য সংবাদ