spot_img

রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা প্রধান নিহতের ঘটনায় উজবেক নাগরিক গ্রেফতার

অবশ্যই পরুন

মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা প্রধান জেনারেল ইগর কিরিলভ ও তার সহকারী নিহতের ঘটনায় একজন একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে রাশিয়ার নিরাপত্তা সংস্থার বরাতে এ তথ্য জানানো হয়।

২৯ বছর বয়সী সন্দেহভাজন ঐ ব্যক্তি উজবেকিস্তানের নাগরিক, জানিয়েছে রুশ নিরাপত্তা সংস্থা। এখনও তার নাম-পরিচয় প্রকাশ করেনি রুশ কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ’র সঙ্গে যোগসাজশ রয়েছে তার।

এর আগে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মস্কোতে ইলেক্ট্রিক স্কুটারে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে মৃত্যু হয় লেফটেনেন্ট জেনারেল ইগর কিরিলভ ও তার সহকারীর। যার দায় স্বীকার করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ।

২০১৭ সাল থেকে রুশ সামরিক বাহিনীর রেডিওলজিক্যাল, কেমিক্যাল ও বায়োলজিকাল ডিফেন্স শাখা সামলেছেন জেনারেল ইগর কিরিলভ। ইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে কিরিলভের বিরুদ্ধে।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ