spot_img

সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

অবশ্যই পরুন

একটি ব্যাংকের চেক জালিয়াতির মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানসহ চারজনকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত। আজ বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ নির্দেশ দেন। আদালত সাকিবকে আগামী ১৮ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম জানিয়েছেন, সাকিবের বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর একটি চেক ডিসঅনারের মামলা হয়। এ মামলায় শুনানি শেষে আজ আদালত সাকিবের বিরুদ্ধে সমন জারি করেন।

মামলায় অন্য আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগম। মামলায় সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মকেও আসামি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ