spot_img

ভারতে আর কনসার্ট নয়, ঘোষণা দিলজিতের

অবশ্যই পরুন

অভিনয়ে দর্শকমহলে যতটা প্রশংসিত হয়েছিলেন, তার থেকেও বেশি প্রশংসিত হয়েছেন গায়ক হিসেবে। মঞ্চে উঠা মাত্রই সুরের ঝড় তোলেন তিনি। কিছুদিন আগেও কলকাতায় স্টেজ মাতিয়েছেন পাঞ্জাবি পপস্টার দিলজিৎ দোসাঞ্জ।

কলকাতার শোয়ে ফুলের হাট, দক্ষিণেশ্বর, কফি হাউজের গানে দর্শক মাতিয়েছেন। ওই শোয়ের ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এছাড়া হায়দরাবাদ, বেঙ্গালুরু, ইন্দোরেও তার শোয়ে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। আর তাকে নিয়ে যখন ভারতজুড়ে ঝড়, ঠিক তখনই দর্শক-শ্রোতাদের দুঃসংবাদ দিলেন দিলজিৎ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দিলজিতকে বলতে দেখা গেছে, ভারতে লাইভ শো করার মতো পরিকাঠামো নেই। এর পেছনে মূল কারণ অর্থের অভাব।

জনপ্রিয় এ গায়ক বিষয়টি উল্লেখ করে বলেন, আমি বলব লাইভ শো করার সময় একদম মাঝখানে স্টেজ করার জন্য। তাহলে আরও বেশি দর্শক-শ্রোতা দেখতে ও শুনতে পাবেন আমাকে। আর তা যদি না হয়, তাহলে আর কোনোদিন ভারতে শো করব না আমি।

উল্লেখ্য, দিলজিতের ‘দিল লুমিনাটি’ শো নিয়ে যতটা উন্মাদনা ছিল, ঠিক ততটাই ছিল বিতর্ক। ‘লেমোনেড’ ও ‘পাঁচ তারা’ গান দুটি নিয়েই বিতর্ক শুরু হয়েছিল। ফলে তেলঙ্গানা ও গুজরাটে সমস্যায় পড়তে হয়েছিল তাকে। এ নিয়ে অবশ্য কথাও বলেছিলেন।

দিলজিৎ মঞ্চে উঠেই বলেছিলেন, আমাদের দেশের সব রাজ্যগুলোয় যদি মদ নিষিদ্ধ করার ঘোষণা হয়, তারপর দিন থেকে এই দিলজিৎ জীবনেও ‘শরাব পি’ গান করবে না। এটা আমি প্রতিজ্ঞা করলাম। এরপরই প্রশ্ন রাখেন তিনি, এটা কি সম্ভব হবে? আসলে এই ব্যবসায় অনেক লাভ। করোনায়ও যখন গোটা ভারত বন্ধ ছিল, তখনও মদের দোকান খোলা থেকেছে। অথচ আজ গান নিয়ে কত বড় বড় কথা।

এ গায়ক আরও বলেন, তরুণ প্রজন্মকে এত এত বোকা ভাববেন না। আমি তো কত ভক্তিমূলক গান গেয়েছি, সেসব নিয়ে তো কথা বলেন না। যেখানে আমার শো থাকবে, সেখানে একদিনের জন্য মদ নিষিদ্ধ করে দেন। আমিও মদ নিয়ে গান গাইব না।

সর্বশেষ সংবাদ

বিয়ের ওপর থেকে কর প্রত্যাহার

এক সপ্তাহের বেঁধে দেওয়া সময়ের তৃতীয় দিনেই বিয়ের ওপর কর আইন প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ