spot_img

ইউক্রেনে সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্বে ন্যাটো

অবশ্যই পরুন

অবশেষে যুক্তরাষ্ট্রের পরিবর্তে এখন থেকে ইউক্রেনে পাশ্চাত্যের সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব পেল ন্যাটো।

মঙ্গলবার ন্যাটোর একটি সূত্র এ খবর জানিয়েছে।

ন্যাটোবিরোধী ডোনাল্ড ট্রাম্পের প্রভাব থেকে সহায়তা ব্যবস্থাকে সূরক্ষিত রাখাই এর উদ্দেশ্য। স্কাই নিউজ এক প্রতিবেদনে এ দাবি করেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের ফলে ন্যাটো রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে আরো প্রত্যক্ষ ভূমিকা রাখার সুযোগ পাবে। এতে যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হবে। বড় ধরনের ধাক্কা খাবে ইউক্রেন।

তবে কূটনীতিকরা স্বীকার করেছেন, ন্যাটোকে এই দায়িত্ব দেয়া হলেও ইউক্রেনের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না। কারণ যুক্তরাষ্ট্রই ন্যাটোর প্রধান শক্তি এবং কিয়েভের জন্য সবচেয়ে বেশি অর্থ ও অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র।

কিন্তু নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের ঘোর বিরোধী। তিনি ইতোমধ্যে বলেছেন, হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর তার প্রথম কাজই হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।

সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

ইরান যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইরান যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এক দিনের সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ