spot_img

গৃহযুদ্ধের মাঝেও বেড়েছে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের মজুত

অবশ্যই পরুন

সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকে ২৬ টন স্বর্ণ মজুত রয়েছে। বর্তমানে ওই স্বর্ণের দাম অন্তত ২২০ কোটি ডলার। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে মজুত অবস্থায় মিলেছে ২৬ টন স্বর্ণ। বর্তমান বাজারে এই স্বর্ণের মূল্য অন্তত ২২০ কোটি ডলার। তবে ব্যাংকে বিদেশী মুদ্রার রিজার্ভ একেবারেই কম। ডলারের অংকে তা ২০ কোটি ডলারের বেশি হবে না।

সূত্রটি আরো জানিয়েছে, ২০১১ সালে যখন সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়, তখন দেশটির কেন্দ্রীয় ব্যাংকে মজুত স্বর্ণের পরিমাণ ছিল ২৫ দশমিক ৮ টন স্বর্ণ। এরপর গত এক যুগেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে তছনছ হয়েছে সিরিয়া। তবুও তার প্রভাব পড়েনি কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের মজুতে। উপরন্তু গৃহযুদ্ধের গত এক বছরে স্বর্ণের মজুতের পরিমাণ খানিকটা বৃদ্ধিও পেয়েছে। ২০১১ সালে যেখানে মজুত ছিল ২৫ দশমিক ৮ টন স্বর্ণ, সেখানে বর্তমানে রয়েছে ২৬ টন।

রায়টার্স জানিয়েছে, গৃহযুদ্ধ শুরুর বছর অবশ্য বিদেশী মুদ্রার রিজার্ভ ভালোই ছিল সিরিয়ার। আইএমএফের তথ্য অনুসারে, তখন এক হাজার ৪০০ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছিল। কিন্তু তা এখন কমে মাত্র ২০ কোটি ডলারে নেমে এসেছে।

সূত্র : রয়টার্স

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ