spot_img

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে পাঁচ দিনের মধ্যে কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচারের জন্য আগামী পাঁচ কার্যদিবসের একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি জানান, কমিটির সদস্য হতে পারে পাঁচজন, সাতজন অথবা নয়জন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই কমিটিতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য, অবসরপ্রাপ্ত বিচারপতি এবং পুলিশ বাহিনীর সদস্যরা থাকবেন। তবে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যা বেশি থাকবেন।

তিনি বলেন, কমিটি হবে নাকি কমিশন গঠন করা হবে তা এখনও ঠিক হয়নি। কমিটি না হয়ে কমিশনও গঠন হতে পারে। তবে, কমিটি আর কমিশনে খুব বেশি পার্থক্য নেই বলেও জানান উপদেষ্টা।

তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতে এই সরকার বদ্ধ পরিকর। আর সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে, আমার দায়িত্ব নেয়ার শুরু থেকেই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতে সোচ্চার ছিলাম।

সর্বশেষ সংবাদ

মিয়ানমারের বিদ্রোহীদের সাহায্য করছে যে ‘তরমুজ‘ গুপ্তচররা

গোপনে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের হয়ে কর্মরত গুপ্তচররা এককালে দুর্ধর্ষ বলে পরিচিত মিয়ানমার সেনাবাহিনীতে ফাঁটল ধরাচ্ছে বলে বিবিসি জানতে পেরেছে। মিয়ানমারের মাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ