spot_img

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে রাশিয়া, তবে ঘাঁটিগুলো থাকছে

অবশ্যই পরুন

সিরিয়ার উত্তরাঞ্চল ও আলাওয়াইত পর্বতমালার যুদ্ধক্ষেত্র থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে রাশিয়া। তবে লাতাকিয়ার হামেইমিম বিমানঘাঁটি এবং তারতুসের নৌঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে মস্কো। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের পতনের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রয়টার্সকে সিরিয়ার সামরিক ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, রাশিয়া সম্মুখযুদ্ধ থেকে সেনা সরিয়ে কিছু ভারী সরঞ্জাম এবং উচ্চপদস্থ সিরীয় সামরিক কর্মকর্তাদের মস্কোতে ফেরত পাঠাচ্ছে। একটি স্যাটেলাইট ভিডিও ফুটেজে দেখা গেছে, হামেইমিম ঘাঁটিতে দুটি আন্তোনভ এএন-১২৪এস মালবাহী উড়োজাহাজ মালামাল বোঝাই করার প্রস্তুতি নিচ্ছে। শনিবার অন্তত একটি উড়োজাহাজ সিরিয়া থেকে লিবিয়ার উদ্দেশে রওনা দিয়েছে।

রাশিয়ার সামরিক উপস্থিতি প্রসঙ্গে বিদ্রোহী নেতাদের একজন রয়টার্সকে বলেন, রাশিয়া তাদের ঘাঁটি পুরোপুরি ছেড়ে যাচ্ছে না। লাতাকিয়া ঘাঁটির আশপাশে বিদ্রোহীদের উপস্থিতি বাড়লেও ভবিষ্যতে ঘাঁটিগুলো নিয়ে আলোচনার বিষয়টি এখনও নিশ্চিত নয়।

সিরিয়ার নতুন অন্তর্বর্তী প্রশাসনের সঙ্গে ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে রাশিয়ার আলোচনা চলছে বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, ২০১৫ সালে সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে পশ্চিমা বিশ্ব আসাদকে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানায়। তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসাদ সরকারের সমর্থনে সিরিয়ায় হস্তক্ষেপ করেন। কিন্তু গত রোববার আসাদ মস্কোর সহায়তায় সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন।

সর্বশেষ সংবাদ

মিয়ানমারের বিদ্রোহীদের সাহায্য করছে যে ‘তরমুজ‘ গুপ্তচররা

গোপনে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের হয়ে কর্মরত গুপ্তচররা এককালে দুর্ধর্ষ বলে পরিচিত মিয়ানমার সেনাবাহিনীতে ফাঁটল ধরাচ্ছে বলে বিবিসি জানতে পেরেছে। মিয়ানমারের মাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ