spot_img

১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস

অবশ্যই পরুন

সিরিয়ার রাজধানী দামেস্কে আনুষ্ঠানিকভাবে তুরস্ক তার দূতাবাস আবার চালু করেছে। ২০১১ সালে সিরিয়ায় বিদ্রোহীরা হামলা শুরু করার পর তুর্কি সরকার সিরিয়ায় দূতাবাস বন্ধ করে দেয়।

১২ বছর বন্ধ থাকার পর গতকাল (শনিবার) দূতাবাসটি আবার কাজ শুরু করে। মৌরিতানিয়ায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত বুরহান কোরোগ্লুকে ভারপ্রাপ্ত চার্জ দ্যা অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আনুষ্ঠানিকভাবে কোরোগ্লুকে নতুন পদে দায়িত্ব দেন।

সিরিয়ার সঙ্কট তীব্র হওয়ার পরে ২০১২ সালের ২৬ মার্চ দামেস্ক শহরের রাওদা স্কয়ারের কাছে অবস্থিত দূতাবাস তার কার্যক্রম স্থগিত করে। সে সময় আরো অনেক দেশ তাদের দূতাবাস বন্ধ করে দেয়। মিশন বন্ধ হওয়ার পর দূতাবাসের কর্মীরা এবং তাদের পরিবার তুরস্কে ফিরে যায়।

এক সপ্তাহ আগে বাশার আল-আসাদের সরকারের পতনের পর দামেস্কে তুর্কি দূতাবাস পুনরায় চালু করা হলো। আসাদ সরকারের পতনের পর থেকে ইস্তাম্বুলে সিরিয়ার কনস্যুলেট জেনারেল কোনো বাধা ছাড়াই তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

হায়াতে তাহরির আশ-শাম বা এইচটিএস-এর নেতৃত্বে সশস্ত্র বিদ্রোহীরা ৮ ডিসেম্বর দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শক্ত ঘাঁটি থেকে শুরু করা আকস্মিক আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাশার আসাদের শাসনের অবসান ঘটে।

সিরিয়ার সাথে তুরস্কের ৯১১ কিলোমিটার দীর্ঘ অভিন্ন সীমান্ত রয়েছে। ২০১১ সালে বিদ্রোহীদের হামলা শুরু হওয়ার পর থেকে আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে আসছে তুরস্ক।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ