spot_img

বিখ্যাত ‘দ্য মাস্ক’ ছবির সিক্যুয়েলে ফিরছেন জিম ক্যারি

অবশ্যই পরুন

হলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘দ্য মাস্ক’। সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে। কমিক বুকের চরিত্রটিকে রুপালি পর্দায় ধরা দিয়েছিল হলিউড তারকা জিম ক্যারির হাত ধরে। সম্প্রতি সে স্মৃতিকে নতুন করে জাগিয়ে তুললেন অভিনেতা জিম ক্যারি। তিনি জানালেন, দ্য মাস্কের সিকুয়ালের জন্য তিনি কাজ করতে আগ্রহী। তবে গল্পটা ভালো হতে হবে।

হলিউড রিপোর্টার থেকে জানা যায়, জিম ক্যারি বলেন, সিনেমাটিকে অবশ্যই সেরা হতে হবে আর তার জন্য লাগবে ভালো গল্প। যদি কারও কাছে এমন গল্প থাকে তাহলে আমি ভাববো। তিনি আরও বলেন, আমি বলেছিলাম, অবসর নিতে চাই। কিন্তু সম্ভবত সক্ষমতা জমিয়ে রেখেছি। কারণ যখনই ভালো কোনো গল্প আসে বা এমন কোনো মানুষ আসে যাদের সঙ্গে কাজ করা উপভোগ্য, তখন জিনিসগুলো পরিবর্তন হতে শুরু করে।

দ্য মাস্ক সিনেমায় ব্যাংকের কেরানি স্ট্যানলি ইপকিস সুপারহিরোয় পরিণত হয়। সে একটি রহস্যময় মুখোশ পরে তারপরই সব বাদলে যায়। সিনেমাটিতে জিম ক্যারির সঙ্গে অভিনয় করেছেন ক্যামেরন ডিয়াজ ও পিটার রাইগার্ট। এছাড়াও জিম ক্যারি আরও জানান, তিনি  ‘ হাউ দ্য গ্রিঞ্চ স্টোল’ সিনেমাটি নতুন কিস্তি নিয়ে আসবেন। সিনেমাটি ২০০০ সালে মুক্তির পর দারুণ প্রশংসা পেয়েছিল। বক্স অফিসে আয় করে রেকর্ডঅ করেছিল।

সর্বশেষ সংবাদ

চীন সফরে যাওয়ার ঘোষণা শ্রীলংকার প্রেসিডেন্টের

আগামী বছরের জানুয়ারিতে চীন সফরে যাবেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। দীর্ঘ বিলম্বিত বিদেশি ঋণ কাঠামো পুনর্বিন্যাস শেষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ