spot_img

অভিনয় আমার প্যাশন কিন্তু ব্যবসা আমার দুঃসময়ের সঙ্গী:বিবেক ওবের

অবশ্যই পরুন

বলিউডের একসময়ের ব্যস্ত অভিনেতা বিবেক ওবেরয়। তবে বর্তমানে তিনি কেবল অভিনয়ের সঙ্গে যুক্ত নয়, সেই সঙ্গে নিজে ব্যবসায় মন দিয়েছেন। আর এই কারণেই এখন খুব বেশি সিনেমায় দেখা যায় না তাকে। কয়েকদিন ধরেই তাকে নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি ফ্র্যাঞ্চাইজ ইন্ডিয়া একটি ইভেন্টে নিজের ব্যবসা নিয়ে খোলামেলা কথা বলেছেন বিবেক। আর সেটা ঘিরেই সংবাদের শিরোনাম তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায় বিবেক বলেন, আমি একটা স্টার্ট আপ তৈরি করেছি, যার বর্তমান মূল্য ৩৪০০ কোটি রুপি। এটি মূলত ছাত্রদের স্কলারশিপ দেয়ার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। প্রথমে আমরা একটি বিটুবি নেটওয়ার্কের মাধ্যমে ১২ হাজার স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় আমরা ছড়িয়ে যেতে পেরেছি। পরবর্তীকালে আমাদের ব্যবসা আরও ছড়িয়ে পড়ে এবং ৪৫ লক্ষ ব্যক্তির কাছে আমরা পৌঁছতে পেরেছিলাম, যার ফলে আমাদের কোম্পানির বর্তমান মূল্য ৪০০ মিলিয়ন ডলার বা ৩ হাজার ৪০০ কোটি রুপি।

বিবেক আরও বলেন, প্রথম থেকেই আমি মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করেছিলাম। এমন কিছু করার চেষ্টা করেছিলাম, যা মানুষের সাহায্যে আসে। ব্যবসাটা আমার কাছে একেবারেই নতুন ছিল কিন্তু সকলের সহযোগিতায় আমি সফল হয়েছি। ঠিক এই কারণে যখনই আমি ব্যক্তিগত কারণে বা ব্যবসার কোনও কারণে যাতায়াত করি তখন সবসময় আমার সহকর্মীদের সঙ্গে আমি ইকোনোমি ক্লাসে যাতায়াত করাই পছন্দ করি।

অভিনয় নিয়ে বিবেক বলেন, অভিনয় সবসময় আমার প্যাশন কিন্তু ব্যবসা আমার দুঃসময়ের সঙ্গী। আমাকে আর্থিকভাবেই স্বাধীনতা দিয়েছে ব্যবসা। আমাকে আর কিছু করার জন্য কেউ বাধ্য করতে পারবে না। বলিউডে যারা কারসাজি করে তাদের নিয়েও আমার ভাবতে হয় না।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ