অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রূপপুরসহ বড় প্রকল্প বন্ধের চিন্তা সরকারের নেই। রাজনৈতিক সমঝোতা কঠিন হলেও চাঁদাবাজির সমঝোতা সহজ। রোববার (১৫ ডিসেম্বর) গুলশানের একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলন তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামী অর্থবছরের (২০২৫-২৬) বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমানো হবে। যৌক্তিক কর ব্যবসায়ীদের দিতে হবে। সারা জীবন প্রণোদনা দেয়া সম্ভব না। ট্যাক্স সিস্টেমকে রিফর্ম করা হচ্ছে। ট্যাক্স পলিসি ও ট্যাক্স ইমপ্লিমেন্টেশন আলাদা করা হবে।
একই অনুষ্ঠানে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতি স্বস্থিতে থাকলে রাজনৈতিক সংস্কার সফল হবে। রাজনীতির পথরেখাকে কতটা সুগম করতে পারব, তার পুরোটা নির্ভর করবে কতটা অর্থনৈতিক স্বস্তি দেয়া হচ্ছে তার ওপর। সব সংস্কারের আগে অর্থনৈতিক সংস্কার কতটা স্বল্প সময়ে করা যায়, তা ভাবা বেশি জরুরি।