spot_img

গণমাধ্যমের স্বাধীনতা ১ ইঞ্চি পর্যন্ত আটকাবো না: প্রেস সচিব

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা আমরা ১ ইঞ্চি পর্যন্ত আটকাবো না। এই সরকার কোনো সাংবাদিককে বা কোনো সংবাদপত্রে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি, করবেও না। আমাদের সরকারের উদ্দেশ্যই হচ্ছে মুক্ত গণমাধ্যম। মুক্ত সাংবাদিকতা।

শনিবার (১৪ ডিসেম্বর) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে উল্লেখ করে শফিকুল আলম বলেন, গত ৪ মাসে আমরা কাউকে মানা করি নাই। আপনারা লিখেন। আপনারা আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দিন, দেখিয়ে দিন। ক্ষমতায় থাকলে অনেক কিছু বোঝা যায় না। তাই দায়িত্ব নিয়ে ভুল ধরিয়ে দিন।

তিনি জানিয়েছেন, গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে গণমাধ্যমকে নতুন উচ্চতায় নিতে চায় অন্তর্বর্তী সরকার।

গণমাধ্যমের মালিক যেন সাংবাদিকের মুখ বন্ধ করতে না পারে, তারা সে কাজটি করতে চান বলেও এ সময় উল্লেখ করেন প্রেস সচিব। গণমাধ্যম মালিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকদের বেতন দিতে না পারলে মালিকদের বলবো প্রতিষ্ঠান বন্ধ করে দেন।

সর্বশেষ সংবাদ

নির্বাচিত সরকারের চেয়েও গণঅভ্যুত্থানের সরকারের ম্যান্ডেট বেশি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার তার ম্যান্ডেট নির্বাচিত রাজনৈতিক দলগুলোর চেয়েও শক্তিশালী। এমনকি...

এই বিভাগের অন্যান্য সংবাদ