আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। গণহত্যা করে বিদায় নেয়া দলটি বুদ্ধিজীবী দিবসেও জনবিচ্ছিন্ন। এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচন হবে- এ আশাবাদ ব্যক্ত করেন বিএনপির মহাসচিব।
তিনি বলেন, এরইমধ্যে নানা সংস্কারের ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে বিএনপি। ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগে সম্পূর্ণ সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।