spot_img

চলতি মাসেই চূড়ান্ত হচ্ছে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা: পরিবেশ উপদেষ্টা

অবশ্যই পরুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চলতি ডিসেম্বর মাসের মধ্যেই শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা চূড়ান্ত করা হবে। এছাড়া, আগামী জানুয়ারিতে সচেতনামূলক ক্যাম্পেইন চালিয়ে ১০টি এলাকাকে নীরব ঘোষণা করা হবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে শব্দদূষণ নিয়ন্ত্রণের সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের পুন:প্রশিক্ষণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, শব্দদূষণের কারণে ট্রাফিক পুলিশদের কাজ করাও দুঃসহ হয়ে পড়ছে। জেল-জরিমানার ভয়ে নয়, অন্তত নিজের সন্তানের কথা চিন্তা করে হর্ন বাজানো বন্ধ করুন। এ সময় জনদুর্ভোগ কিছুটা কমানো গেলেও বায়ুর মান খুব দ্রুত নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানান তিনি।

রিজওয়ানা হাসান বলেন, জনগণের ইচ্ছায় অন্তবর্তী সরকার সংস্কার কাজে হাত দিয়েছে। নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন। এ সময় ৫৩ বছরেও রাজনৈতিক দলগুলো কেন রাষ্ট্র সংস্কারের কাজ করতে পারেনি- এমন প্রশ্ন তোলেন তিনি।

সর্বশেষ সংবাদ

ইরানকে নিয়ে যে সিদ্ধান্তের কথা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন সংস্কার থেকে সরে যেতে হবে। এছাড়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ