বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিনের হাত দিয়ে প্রচ্ছদ উন্মোচিত হলো ম্যাগাজিন ‘সোনালী আঁশের আলেখ্য ২০২৪’।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) বহুমুখী পাটপণ্যের মেলা ও ফটো প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয়।
প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। পরে ম্যাগাজিন ‘সোনালী আশেঁর আলেখ্য ২০২৪’-এর প্রচ্ছদ উন্মোচন করেন তিনি। সাময়িকীটি প্রকাশিত হয় পাট ও বস্ত্র মন্ত্রণালয়, জেডিপিসি, এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট সচিব আ. রউফ, জেডিপিসির নির্বাহী পরিচালক জিনাত আরা, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন ও এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম শাফাক হুসেইন, পিএসও’র প্রতিষ্ঠাতা সোলায়মান আহমেদ জীসান, এসএস গ্রুপের নির্বাহী পরিচালক আমান উল্লাহ্ এবং আইটি বিটসের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিকা আফরিন বুশরা।