spot_img

নারায়ণগঞ্জ থেকে অপহৃত দুই ভাই বরিশালে উদ্ধার

অবশ্যই পরুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া এলাকা খেকে অপহৃত দুই শিশুকে বরিশাল থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।

উদ্ধার শিশুরা ফতুল্লার পশ্চিম লামাপাড়া (স্টেডিয়াম সংলগ্ন) এলাকার আব্দুল কাদিরের দুই পুত্র নাঈম (৭) ও নাবিল (৩)। তাদের হিজলা থানার ডিক্রিরচর এলাকা থেকে উদ্ধার করে পিবিআই নারায়ণগঞ্জ জেলা।

মোস্তফা কামাল রাশেদ জানান, ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকা থেকে আব্দুল কাদিরের দুই পুত্র নাঈম (৭) ও নাবিলকে (৩) গত ৮ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এরপর অপহৃতদের নানা মো. সালাউদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় একটি জিডি (নং-৫৮৫) দায়ের করেন।

তিনি আরও জানান, ১০ ডিসেম্বর পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার বরাবর লিখিতভাবে অভিযোগ জানালে তথ্য প্রযুক্তির মাধ্যমে পিবিআই জানতে পারে অপহরণকারীরা অপহৃতদেরকে নিয়ে বরিশাল জেলার হিজলার ডিক্রিরচর এলাকায় অবস্থান করছে। পরে ১১ ডিসেম্বর ডিক্রিরচর এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃতদের উদ্ধার করা হয়।

সর্বশেষ সংবাদ

ন্যাটোয় সদস্যপদের বিনিময়ে প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি জেলেনস্কি

ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পদ পেলে দেশটির প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি ভলোদিমির জেলেনস্কি। রোববার এক সংবাদ সম্মেলনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ