spot_img

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প

অবশ্যই পরুন

টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন এই প্রভাবশালী সাময়িকী তাকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে বেছে নিয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পকে ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা দিয়েছে টাইম ম্যাগাজিন।

বিবৃতিতে টাইম ম্যাগাজিন বলেছে, ‘ঐতিহাসিক প্রত্যাবর্তন, এক প্রজন্মে দেখা পাওয়া যায় এমন রাজনৈতিক পুনর্গঠন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সির পুনর্নির্মাণ এবং বিশ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা পরিবর্তন করার জন্য ডোনাল্ড ট্রাম্প টাইমের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব।’

টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস বলেন, ‘ট্রাম্প এমন একজন ব্যক্তি, যিনি ভালো কিংবা খারাপ- যাই হোক না কেন ২০২৪ সালে গণমাধ্যমের খবরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন।’

টাইম ম্যাগাজিন এর আগেও ২০১৬ সালে একবার ট্রাম্পকে পারসন অব দ্য ইয়ার ঘোষণা করেছিল। এর আগে ২০২০ সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘পারসন অব দ্য ইয়ার’ মনোনীত করেছিল টাইম। গত বছর এ খেতাব পেয়েছিলেন পপতারকা টেলর সুইফট।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ