spot_img

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ

অবশ্যই পরুন

আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিতব্য নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

মার্কিন গণমাধ্যম সিবিএস একাধিক সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে। দু’দেশের মাঝে বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এই আমন্ত্রণ জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের কিছু দিনের মধ্যেই ওই আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে আমন্ত্রণ গ্রহণ করা হবে কিনা, সেটি নিশ্চতভাবে জানা যায়নি।

সূত্রটি আরো জানিয়েছে, ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনোকিছু জানায়নি।

শুক্রবার এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শি-এর সাথে তার ভালো সম্পর্ক রয়েছে এবং চলতি সপ্তাহেও তাদের সাথে যোগাযোগ হয়েছে।

সূত্র : দি নিউজ

সর্বশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ার্দে বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রতি বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠানটির সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ