spot_img

গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিলো জাতিসংঘের ১৫৮ দেশ

অবশ্যই পরুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে সর্বসম্মতিক্রমে জাতিসংঘের সাধারণ পরিষদে দুটি প্রস্তাব পাস হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, বুধবার (১১ ডিসেম্বর) সাধারণ পরিষদে ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৫৮টি দেশ যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে ভোট দেয়। প্রস্তাবের বিপক্ষে ছিল ৯টি দেশ। আর ভোটদানে বিরত থেকেছে ১৩টি দেশ।

সাধারণ পরিষদে গৃহীত রেজ্যুলেশন মানার কোনো বাধবাধ্যকতা না থাকলেও রাজনৈতিকভাবে এর গুরুত্ব রয়েছে। গাজা ইস্যুতে বিশ্বের দৃষ্টিভঙ্গি কী, তা পরিষ্কার হলো আরও একবার। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত একাধিকবার জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদে উত্থাপিত হয়েছে রেজ্যুলেশন। বেশিরভাগই ভেস্তে গেলেও পাশও হয়েছিলো রেজ্যুলেশন। তবে তাতেও যুদ্ধের ময়দানে দেখা যায়নি কার্যকর কোনো পরিবর্তন।

উল্লেখ্য, গাজায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৮শ’র বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই ফিলিস্তিনি নারী ও শিশু। আহত অবস্থায় আছে ১ লাখ ৬ হাজার ২৫৭ জন। এমন তালিকা সামনে রেখে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানায় জাতিসংঘ।

সর্বশেষ সংবাদ

জুলাই অভ্যুত্থানে সহিংসতা নিয়ে জাতিসঙ্ঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসঙ্ঘের তথ্য-অনুসন্ধানী মিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা মধ্য-ফেব্রয়ারিতে প্রকাশ করা হবে। জাতিসঙ্ঘের...

এই বিভাগের অন্যান্য সংবাদ