spot_img

ব্যাট হাতে তামিমের ঝড়

অবশ্যই পরুন

প্রায় ৯ মাস পর এনসিএল দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে আলো ছড়িয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে খেলতে নেমেছিল তামিমের চট্টগ্রাম। যেখানে ব্যাট হাতে ৩৩ বলে ৬৫ রানের মারকুটে ইনিংস খেলেছেন দেশসেরা এই ওপেনার।

এদিন জয়কে সঙ্গে নিয়ে চট্টগ্রামকে দুর্দান্ত শুরু এনে দেন তামিম। দুজনের ব্যাটে ভর করে মাত্র ৭ ওভারেই ৮০ রানের কোটা পার করেন চট্টগ্রাম। ১৭ বলে ২৯ রান করে জয় আউট হলেও ফিফটি তুলে নেন তামিম। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ইয়াসির আলী চৌধুরী (১) এবং সাজ্জাদুল হক রিপন (৪)।

১১তম খালেদ আহমেদের বলে ক্যাচ আউট হন তামিম। ৮টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারিতে ৩৩ বলে ৬৫ রান করেন এই বাঁ-হাতি ওপেনার। এরপর মুমিনুল ৮ এবং সাব্বির হোসেন ১৫ রানে আউট হলে ছন্দ হারায় চট্টগ্রাম।

শেষ দিকে নাইম হাসান (৮), আহমেদ শারিফ (০) এবং হাসান মুরাদ ৩ রানে আউট হলে ১৫ ওভারে ১৪৫ রানে ৯ উইকেট হারায় চট্টগ্রাম। ফরহাদ হোসেন ব্যাট না করায় ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম।

সিলেটের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন সৈয়দ খালেদ আহমেদ। এ ছাড়াও তোফায়েল আহমেদ দুটি, আবু জায়েদ রাহি এবং ইবাদত হোসেন একটি করে উইকেট শিকার করেন।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ