spot_img

ম্যানসিটিকে হারিয়ে নকআউটের পথে জুভেন্টাস

অবশ্যই পরুন

ব্যর্থতার বৃত্ত ছেড়ে কিছুতেই যেন বের হতে পারছে না ম্যানচেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে য়্যুভেন্টাসের কাছে ২-০ গোলে হেরেছে সিটিজেনরা।

এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার আশা জোরালো করেছে ইতালিয়ান ক্লাবটি। য়্যুভেন্টাসের জয়ে গোল দুটি করেছেন দুসান ভ্লাহোভিচ ও ওয়েসটন ম্যাককেনিয়ে।

তুরিনে শুরুতেই য়্যুভেন্টাসকে চেপে ধরার চেষ্টা করে গার্দিওলার দল। য়্যুভ ডিবক্সের আশপাশে বেশ কয়েকটি আক্রমণ শানায় তারা। সিটির অ্যাটাকিং ফুটবলের বিপরীতে য়্যুভেন্টাস খেলে কাউন্টার-অ্যাটাকের ওপর। কিন্তু প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই।

৫৩ মিনিটে ফেদেরিকো গাত্তির প্রচেষ্টা ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক এদেরসন। এর একটু পর তার্কিশ কেনান ইলদিজের ক্রসে দুই ডিফেন্ডারের প্রতিরোধ ভেঙে গোল করে দলকে এগিয়ে দেন ভ্লাহোভিচ। আর ৭৫ মিনিটে চোখধাঁধানো এক ভলিতে ম্যাককেনিয়ে লক্ষ্যভেদ করলে সিটির ম্যাচে ফেরার আশা একরকম শেষ হয়ে যায়।

এই হারে সিটির চ্যাম্পিয়নস লিগের যাত্রাটা অনেকখানি কঠিন হয়ে গেলো। চ্যাম্পিয়নস লিগে ৬ ম্যাচ খেলে ২ জয়ের বিপরীতে ২টি ম্যাচে হেরেছে এবং অন্য দুটিতে ড্র করেছে হালান্ডরা। এখন তারা ৮ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে। প্লেঅফ খেলতে হলে অন্তত শীর্ষ ২৪-এর মধ্যে থাকতে হবে সিটিকে।

সর্বশেষ সংবাদ

বিপদে মৃত্যু কামনা করা কি জায়েজ?

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ