spot_img

সব জিনিসের দাম একসঙ্গে কমানো সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

অবশ্যই পরুন

নবম-দশম শ্রেণির বই ছাপানোর জন্য অর্থ ছাড় দেয়া হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জানুয়ারি মাসের যেকোনো সময়ে বই দেয়া হবে। তবে সব শ্রেণির বই পহেলা জানুয়ারিতে দেয়া সম্ভব হবে না বলেও জানিয়েছেন তিনি।

আজ বুধবার (১১ ডিসেম্বর) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কিছুদিন পরপরই পারচেজ বৈঠক করা হয় আমদানি পণ্যের সরবরাহ ঠিক রাখতে। যাতে পণ্যের ঘাটতি না হয়।

ক্রয় সংক্রান্ত বৈঠকে তেল, মসুর ডাল, এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে, যার প্রভাব বাজারে পড়বে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, সব জিনিসের দাম একসঙ্গে কমানো সম্ভব হয় না, মানুষকেও এটা মেনে নিতে হবে। আলুর দাম নিয়ে কিছু চ্যালেঞ্জ ছিল, যা কেটে গেছে।

বাজার নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের নেয়া পদক্ষেপের প্রভাব পড়ছে। তবে সব পণ্যের দাম একসঙ্গে কমানো সম্ভব নয়। বাজার স্থিতিশীল আছে।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশে স্বাক্ষর করেছেন দেশটির ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কারণে তার বিরুদ্ধে ইতোমধ্যে দেশটির ২২টি...

এই বিভাগের অন্যান্য সংবাদ